শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Kiraton Islamia Fazil Madrasah

কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

كيراتون اسلامية فاضل مدرسة

স্থাপিতঃ ১৯৪৪ খ্রিঃ
কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সম্পর্কে

১ জানুয়ারি ১৯৪৪ইং, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন হাসমহল ও পার্শ্ববর্তী গ্রামের কিছু কৃতি সন্তান এক শুভক্ষণে একত্রিত হলেন গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য। সমবেত সবাই একমত হলো শিক্ষার আলো জ্বালাবার জন্য। কেউ বললেন  প্রাইমারী স্কুল করার কথা কেউ বললেন হাই স্কুল করার কথা। আবার কেউ বললেন আলিয়া মাদ্রাসা করার কথা। সব সিদ্ধান্তই পাকা কিন্ত জায়গা দিবে কে? কিরাটন হাসমহলেরই স্বনাম ধন্য তনুর বাড়ির কৃতি সন্তান দানবীর দুই ভাই তমিজ উদ্দিন ও আনোয়ার হোসেন দাড়িয়ে গেলেন, এখানে মাদ্রাসা হলে তারা জায়গা দিবেন। সকলেই মেনে নিলেন। তাদের দেওয়া জায়গার উপর প্রতিষ্ঠিত হয় আজকের েঐতিহ্যবাহী কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। তারা যে সম্পদ মাদ্রাসায় দিয়ে গেছেন বর্তমান বাজার মূল্যে তা কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন এই গ্রামেরই আরেক কৃতি সন্তান মরহুম মাওলানা ছাইদুর রহমান। এবং পার্শ্ববর্তী ভাটিয়া মড়লপাড়া গ্রামের আবেক কৃতি সন্তান মরহুম খোদা বক্স হুজুরও এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। পরামর্শ ও অর্থ দিয়ে সহোযোগিতা করেন প্রতিবেশি কিরাটন বিচারকান্দা গ্রামের আবেক কৃতি সন্তান মরহুম আব্দুল গণি সাহেব। আবও যারা সহযোগিতা করেন তাদের মধ্যে এই গ্রামেই সাহেব আলী বেপারী একজন।

ধন্যবাদ 

কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বর্তমান কমিটির তালিকা
নাম ক্যাটাগরি পদবী
ড. মোঃ হেলাল উদ্দিন সভাপতি সভাপতি
মোঃ জিয়া উদ্দিন সহ-সভাপতি সহ-সভাপতি
রেজাউল করিম জাহাঙ্গীর বিদ্যোৎসাহী সদস্য বিদ্যোৎসাহী সদস্য
মোঃ কুতুবুল আলম বিদ্যোৎসাহী সদস্য বিদ্যোৎসাহী সদস্য